Nirapod Sorok Chai

bikkhov
About this Movie

Bikkhov

Bikkhob is Cinebaz's upcoming movie. Produced by Shapla Media.Read more

Lyrics

মানুষ মরে গাড়ির চাপায় ড্রাইভার হাসে
কত দেহ নিথর করল ঘাতক ঐ বাসে
আমার ভাইয়ের রক্ত লাল ঘুম আসেনা ঘরে
বিচার চাই দ্রুত গতির অন্য হিসেব পরে
নেতা হতে আসি নাই নিরাপদ সড়ক চাই
নেতারা সব দেখে যান রাস্তায় ঝরে তাজা প্রাণ ।

মরতে নয় তো জানিয়ে রাখি আমরা এসেছি পড়তে
সত্য ন্যায়ের পথে নেমেছি বিবেক জাগিয়ে লড়তে
দিতে রাজি টিফিন খরচ শোনেন পুলিশ ভাই
প্লিজ প্লিজ ব্যান করেন যাদের লাইসেন্স নাই ।
ব্যান করুন যত আছে জ্ঞানহীন ড্রাইভার
নাইলে কিন্তু নিতে হবে আপনাদের দায়ভার ।

আমার ভাইয়ের রক্ত লাল ঘুম আসেনা ঘরে
বিচার চাই দ্রুত গতির অন্য হিসেব পরে
উই ওয়ান্ট জাস্টিস
আমার ভাই মরল কেন
উই ওয়ান্ট জাস্টিস
মায়ের বুক খালি কেন
উই ওয়ান্ট জাস্টিস
বাবার স্বপ্ন ভাঙলো কেন
উই ওয়ান্ট জাস্টিস
আমার বোন মরলো কেন ।

আমরা আছি আন্দোলনে মা-বাবারা জানে
জিতেই তবে ফিরবো ঘরে বলছি গানে গানে
বিচারপতি বিচার করেন বিবেকের কাঠগড়ায়
মানুষ নামের পশু যেন ফাঁসির মঞ্চে দাঁড়ায় ।

আমার ভাইয়ের রক্ত লাল ঘুম আসেনা ঘরে
বিচার চাই দ্রুত গতির অন্য হিসেব পরে
যদি আমি ভয় পাই হয়ে যাব শেষ
রুখে দাঁড়ালেই ঘুরে দাঁড়াবে সোনার বাংলাদেশ ।