Golapi Golapi

About

গোলাপী গোলাপী তোর গাল গোলাপী,
স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি।
আরে.. গোলাপী গোলাপী তোর গাল গোলাপী,
স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি।

ঠোঁটদুটো ফাক করে,
আর একটু ক্লোজ হয়ে,
এক ফ্রেমে তুই আর আমি ,
ওয়ান - টু - থ্রি।

সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি।
সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি। - [ ২ বার ]

না রে না , ঘেষবো না,
সেলফি নিতে তোর কাছে।
জানি রে - তোর মনে,
আসলে বদমাশি আছে। - [ ২ বার ]

জিলাপী জিলাপী তুই মিঠা জিলাপী,
স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি।
চোখদুটো স্টাইল করে,আর একটু স্মাইল করে,
এক ফ্রেমে তুই আর আমি ,
ওয়ান - টু - থ্রি।

সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি।
সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি। - [ ২ বার ]

না রে না,বাহানা,
চলবে না আমার সাথে,
তোর চালে ভুলবো না ,
পারবি না আমায় পটাতে। - [ ২ বার ]

আরে মায়াবী মায়াবী তুই বড় মায়াবী,
স্মার্টফোন কিনেছি চল তুলি সেলফি।
মুখটাকে ব্রাইট করে,মনটাকে লাইট করে,
এক ফ্রেমে তুই আর আমি ,
ওয়ান - টু - থ্রি।

সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি।
সেলফি সেলফি সেলফি,
চল তুলি সেলফি। - [ ২ বার ]

Movie Info

Movie Trailer